দিনাজপুর সদরেই ১০১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩২৩
দিনাজপুর সদরেই করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আটজন। জেলায় মোট আক্রান্ত ৩২৩ জনের মধ্যে সদরেই ১০১ জন। এর মধ্যে রয়েছে দিনাজপুর সদর হাসপাতালের সাবেক পরিচালক, পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক।
এই পরিস্থিতিতে রাস্তায় সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক। করোনাভাইরাসের কোনো তোয়াক্কাই করছে না কেউ। ইজিবাইকগুলোতে দেখা গেছে গাদাগাদি করে বসে যাতায়াত করছে। সামাজিক ও শারীরিক দূরত্ব মানার কোনো মানসিকতাই লক্ষ করা যায়নি।
এদিকে, হাটবাজার ও শপিংমলে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার নির্দেশনা থাকলেও তা মানছে না কেউই। বিভিন্ন অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর কথা থাকলেও সেখানে মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎই লাইন ভেঙে গা ঘেঁষে দাঁড়িয়ে যাচ্ছে।
জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ বলেন, ‘মানুষজন কোনো কথাই শুনছে না। তারা তাদের ইচ্ছেমতো রাস্তায় বের হচ্ছে, বাজারে যাচ্ছে। মানুষজন গা ঘেঁষাঘেঁষি করে চলাফেরা করছে। তারা যদি এভাবে স্বাস্থ্যবিধি অমান্য করে চলে তবে এই মহামারি করোনাভাইরাস মোকাবিলা করা অসম্ভব।’
দিনাজপুরে এ পর্যন্ত করোনাভাইারাসে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। তাই স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।