দিল্লি, চেন্নাই থেকে ফিরেছেন আরো ৩২৮ বাংলাদেশি
ভারতে চলমান লকডাউনের ফলে আটকে পড়া ৩২৮ বাংলাদেশিকে নয়াদিল্লি ও চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আজ শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে।
দেশে ফেরত আসাদের বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
নয়াদিল্লি থেকে ১৬২ যাত্রী নিয়ে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চেন্নাই থেকে ১৬৬ যাত্রী নিয়ে দেশে পৌঁছে।
ভারতফেরদের মধ্যে কিছু শিক্ষার্থীও রয়েছেন।
এদিকে, বেঙ্গালুরে হাসপাতালে আটকা পড়া আরো ১৬৪ বাংলাদেশি নাগরিক নিয়ে চেন্নাই থেকে আগামীকাল শনিবার আরেকটি ফ্লাইট আসার কথা রয়েছে। এ ছাড়া প্রয়োজনে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে একই রকম ফ্লাইট আরো পরিচালনা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে বসবাসরত চার হাজার ৪২২ বিদেশিকে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ করে দিয়েছে।