দুই মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দুই মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে তাঁর জামিন দেওয়া হয়। শুনানি শেষে বিচারক ইকবাল হোসেন জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় পুলিশের মামলায় আদালত শুনানি শেষে মাহির জামিন মঞ্জুর করেন। ডিজিটাল নিরাপত্তা আইন ও জমি সংক্রান্ত মামলা দুটি মামলাতেই জামিন পেয়েছেন তিনি।’
জানা যায়, এর আগে দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার আগে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।