দেশব্যাপী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আলোচনা সভা, শোভাযাত্রা, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য দিয়ে আজ বুধবার প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপনকরেছে সংগঠনটি। দিবসটি উপলক্ষে যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন।
আমাদেরজেলা প্রতিনিধি ও প্রতিবেদকদের পাঠানো খবর :
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে জেলা যুবদলের দুটি গ্রুপ। সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম পুরাতন থানাপাড়া থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা গোটা শহর প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সদর থানা যুবদল সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল হক সাজু, পৌর যুবদলের সাংগঠনিক সস্পাদক শহিদুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনসহ যুবদল, জেলা, উপজেলাও পৌর নেতারা।
অন্যদিকে, আজ বেলা ১১টায় শহরের পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের উদ্যোগে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত, সহসভাপতি জহুরুল আমন, যুবদলের সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজসহ যুবদলের আজিজুল হক, রকি বকসী, শাইন শেখ রঞ্জু, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা আল আমিন, রকিবুল হাসান রকিসহ অন্য নেতাকর্মীরা।
আইয়ুব আলী, ময়মনসিংহ : দিনটিকে কেন্দ্র করে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে জেলা দক্ষিণ যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেনকেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আলোচনা সভায় জেলা দক্ষিণ যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকনের সভাপতিত্ব করেন।এ সময় প্রধান অতিথিসহ বক্তব্য দেনজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ সিব্বির আহমেদ ভুলু, কাজী রানা, শামীম আজাদ, শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ, জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক শাহজাদা প্রমুখ।
অপরদিকে, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেনকেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একে এম শফিকুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল প্রমুখ।
হালিম খান, নাটোর : কারাবন্দি জেলা যুবদল সভাপতি আব্দুল হাই ডালিমের মুক্তির দাবিতে বিক্ষোভের মধ্য দিয়ে নাটোরে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। আজ সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে যুবদল নেতারা। এ সময় কারাবন্দি জেলা যুবদল সভাপতির মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও বিএনপি নেতা বাবুল চৌধুরী।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : আজ দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের ইসলামপুর পাড়ার বিএনপি কার্যালয় চত্বরে দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেনজেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সাবেক মেয়র ইকবাল আকতার, সদর থানা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট সাকিব মাহমুদ মানিক প্রমুখ।
কে এম সবুজ, ঝালকাঠি : কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠিতে দিনটি উদযাপিত হয়েছে। আজ সকাল ১০টায় শহরের ইউসুফ কমিশনার সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করে জেলা যুবদল। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন যুবদল নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান। সদর থানা যুবদলের সভাপতিকে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও জেলা যুবদলের অপর একটি অংশ শহরের আমতলা গলি সড়কের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। তবে পুলিশের বাধায় শোভাযাত্রাটি শহরে বের হতে পারেনি। জেলা যুবদলের সাবেক সহসভাপতি কামাল হোসেন মল্লিকের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, যুবদল নেতা এনামুল হক সাজু, আজাদুর রহমান, জাহিদ হোসেন ও কেশব সুমন।
দুটি অনুষ্ঠানেই দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বক্তারা।
আতিকুর রহমান সোহাগ, বগুড়া : বগুড়ায় বেলুন উড়ানো, কেককাটা ও সমাবেশের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কার্যক্রম পালিত হয়। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।এর আগে দলীয় কার্যালয়ে বেলুন উড়ানো ও কেককাটা হয়।
রশিদ আল মুনান, পিরোজপুর : নানা আয়োজনে পিরোজপুরে উদযাপিত হয়েছে যুবদলেরপ্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান শাহিন। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়।