দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বিজলি চমকানো এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।