দেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। ঝড় আসার আগেই এ কালো মেঘ দূর করতে রাজনীতিবিদদের আলোচনার পথে আসতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের ব্যাংক খাতসহ বিভিন্ন খাতে সমস্যা ও ব্যর্থতা আছে। এ খাতগুলোর সংস্কার করতে হবে। জনগণও সংস্কার চায়। আমরা পুরোপুরি না পারলেও কিছুটা করতে পারব।’
আলোচনা সভায় বাংলাদেশ নিয়ে ‘চেঞ্জ অব ফেব্রিক’ শীর্ষক একটি প্রতিবেদক উপস্থাপন করা হয়।
প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংক মুখ্য অর্থনীতিবিদ নোরা ডিহেল ও মুখ্য অর্থনীতিবিদের পরামর্শক জাহিদ হোসেন। প্রতিবেদনের ওপর আলোচনা করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান, এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশীর কবির, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান চ্যান প্রমুখ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংস্কার না হলে ২০৩৫ থেকে ২০৪১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ শতাংশে নেমে যেতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরে রাখতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে বলছে বিশ্বব্যাংক।