দেশের স্থলবন্দর হয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাস মোকাবিলার জন্য বাংলাদেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার প্রজ্ঞাপন জারি করে এই নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সম্প্রতি করোনাভাইরাস যেহেতু পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দরে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।