দেশে করোনা আক্রান্তে তরুণ-যুবকরা এগিয়ে, শিশুদের কম
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৩১ জনের মৃত্যু হলো। মৃত চারজনই পুরুষ। এ ছাড়া নতুন করে আরো ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে মোট আক্রান্তের হিসাবে দেখা যায়, দেশে ২১ থেকে ৩০ বছরের তরুণ ও ৩১ থেকে ৪০ বছরের যুবকরা বেশি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৪ ভাগ ২১ থেকে ৩০ বছর বয়সী এবং ২২ ভাগ ৩১ থেকে ৪০ বছর বয়সী।
অপরদিকে ১০ বছরের নিচে ৩ ভাগ আক্রান্ত, ১১ থেকে ২০ বছরের মধ্যে আটভাগ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ ভাগ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ ভাগ ও ৬০ বছরের উপরে ১০ ভাগ করোনায় আক্রান্ত হয়েছে।
আজ শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১০ বছরের নিচে মোট আক্রান্ত ১৪০ জন, ১০ থেকে ২০ বছরের মধ্যে ৩৭৫ জন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে এক হাজার ১২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক হাজার ৩১, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭০৩ জন ও ৬০ বছরের উপরে ৪৬৮ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া মোট আক্রান্তের মধ্যে ৬৮ ভাগ পুরুষ ও ৩২ ভাগ নারী রয়েছেন।
এদিকে আজ রাজধানীতে চারজনের মৃত্যু হয়েছে।এদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এরা সবাই ঢাকার। সাত দিন ধরেই দেশে মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। মোট সুস্থ হয়েছেন ১১২ জন।
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৬৮৬টি। এর মধ্যে ৫০৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।