দেশে করোনার ৫১তম দিন পর্যন্ত মৃত ১৫২, আক্রান্ত ৫৯১৩
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির তথ্য পাওয়া যায়। এরপর দেশে উল্লেখযোগ্য হারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হতে থাকে। ওই দিন থেকে আজ দেশে করোনাভাইরাসে আক্রান্তের ৫১তম দিন। এদিন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত কোভিড-১৯ তথ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮১২ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার পর ৪৯৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা আরো বলেন, আজ দেশে করোনায় আক্রান্তের ৫১তম দিন এবং সাধারণ ছুটির এক মাস পূর্ণ হলো। এ ৫১তম দিনে করোনায় আক্রান্ত সন্দেহে মোট ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত মোট ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। পাঁচজন ঢাকার ভেতরে এবং দুজন ঢাকার বাইরে সিলেট ও রাজশাহীর। তাদের মধ্যে পাঁচজনের বয়স ৬০ বছরের বেশি এবং একজনের বয়স ৪০ থেকে ৫১ বছরের মধ্যে এবং একটি শিশু মারা গেছে, যার বয়স ১০-এর নিচে।
ডা. নাসিমা বলেন, আজ কুমিল্লা জেলায় নতুন একটি করোনা পরীক্ষার মেশিন উদ্বোধন করা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।