দেশে নতুন রোগী নেই, মৃত্যু নেই, সুস্থ হয়েছেন চারজন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত করা যায়নি। তবে এ সময়ে আক্রান্ত চারজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে আক্রান্তের সংখ্যা আগের দিনের পরিসংখ্যান অনুযায়ী ৪৮ জনই আছে। এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
আজ শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৮টি। এসব নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় আমরা নতুন কোনো সংক্রামক শনাক্ত করিনি। তার মানে সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা ৪৮ জনই।’
‘গত ২৪ ঘণ্টায় আরো চারজন, যাঁদের ভেতরে কোভিড-১৯ সংক্রমণ ছিল, এখন তাঁদের ভেতরে আর সংক্রমণ নেই। তাঁরা বাড়ি ফিরেছেন। তার মানে, এ পর্যন্ত ১৫ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাঁদের কোভিড-১৯ সংক্রমণ নির্মূল হয়েছে, তাঁদের একটি বিশ্লেষণ করে দেখেছি, তাঁরা মোটামুটিভাবে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের লক্ষণ-উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে একজনের কিডনির সমস্যা ছিল বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো বলেন, ‘তাঁর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছিল। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি এখন তাঁর পূর্বের চিকিৎসা নিতে পারবেন। তিনি ছাড়াও আরো একজনের উচ্চ রক্তচাপ ছিল। বাকি দুজনের করোনা ছাড়া অন্য কোনো রোগ ছিল না।’
আইইডিসিআর পরিচালক আরো বলেন, ‘এ মুহূর্তে হাসপাতালের আইসোলেশনে আছেন ৪৭ জন। সর্বমোট ২৮৪ জন আইসোলেশনে ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জনের ভেতরে কোডিভ-১৯ পাওয়া গিয়েছিল। বাকিদের পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে।’