দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কমেছে
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন হাজার ৭৭২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে, গতকাল মঙ্গলবারের চেয়ে আজ করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। গতকাল দেশে ৪৩৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিল। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ৯৬ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। গতকালের চেয়ে ৪ দশমিক ১ ভাগ বেশি পরীক্ষা করা হয়েছে।
ডা. নাসিমা বলেন, করোনায় আক্রান্ত ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি। ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচজন। এ পাঁচজনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৯২ জন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। মৃতদের মধ্যে সাতজন ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে ময়মনসিংহ, টাঙ্গাইল ও নারায়ণঞ্জ জেলায় একজন করে মারা গেছে। এ ছাড়া বয়সের দিক থেকে ৬০ বছরের ঊর্ধ্বে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন মারা গেছেন।