দেশে ৮০০ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত : বিডিএফ
দেশে সাধারণ মানুষের পাশাপাশি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে চিকিৎসক ও নার্স আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশে ৫৩ দিনের মাথায় ৪৭৫ জন চিকিৎসক ও ৩২৫ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) এর দেওয়া তথ্য মতে, আক্রান্তদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন অনেক চিকিৎসক। একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বিডিএফের প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এনটিভি অনলাইনকে বলেন, আক্রান্তদের মধ্যে সরকারি-বেসরকারি মিলে ঢাকা বিভাগে ৩৪৩ জন, ময়মনিসংহ বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে সাতজন, অন্যান্য বিভাগে ১৬ জন মিলিয়ে মোট ৪৭৫ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
নিরুপম দাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা প্রতিদিন কাজ করছেন। কাজ করতে গিয়ে তাঁরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। আমাদের ভয় হলো কিছুদিন পরে চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক থাকবে কি না। এতে স্বাস্থ্য খাত ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।’
চিকিৎসকদের এভাবে আক্রান্ত হওয়ার পেছনে নিম্নমানের পিপিই আর রোগীদের তথ্য লুকানোর প্রবণতাকে দায়ী করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।