ধর্ষণ ও হত্যা মামলায় কুষ্টিয়ায় তিনজনের যাবজ্জীবন
কুষ্টিয়ার মিরপুর থানার ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের শাহাবুদ্দিন আহমেদ মঞ্জু (৪০), মো. হেলাল উদ্দিন (৩৬) এবং মো. আশরাফুল আলম (৪৩)।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ জুলাই সকাল ৯টায় মিরপুর উপজেলার কুড়িপোল গ্রামের এক তরুণী তার খালার বাড়ি কুষ্টিয়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরের দিন বিকেলে খালার বাড়ি থেকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হয়ে বাড়িতে ফিরে না এসে নিখোঁজ হন। ৩ জুলাই সকাল সাড়ে ৭টায় উপজেলার চিথলিয়া গ্রামের পাকা রাস্তার উত্তর পাশ থেকে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে ৩ মে, ২০১২ তিনজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. আকতারুজ্জামান সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থ দণ্ডাদেশ অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ মামলায় বাকি নয়জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।