ধামরাইয়ে কবরস্থান থেকে এক রাতে ৪ কঙ্কাল চুরি
ঢাকার ধামরাইয়ে একটি কবরস্থান থেকে এক রাতে চারটি কঙ্কাল চুরি হয়েছে। এ ছাড়া একটি কঙ্কাল গাছের সঙ্গে ঝুলিয়ে রাখায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে। ধামরাইয়ের বালিয়া পূর্বপাড়া গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিদের অনেকে তাঁদের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করতে কবরস্থানে গিয়ে এ দৃশ্য দেখতে পান।
আবুল হাসেম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ঝুলন্ত কঙ্কাল দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যাই।
এর মধ্যে কবরস্থান জিয়ারত করতে গিয়ে দেখেন, চারটি কবর থেকে কঙ্কাল উধাও।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের বাসিন্দারা কবরস্থানে গিয়ে ভিড় জমান।
স্থানীয় সাউদিয়া মার্কেটের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরবেলায় পথচারীদের আলোচনা থেকে বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য দেখে মনটা খুবই খারাপ হয়ে যায়।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলী হোসেন বলেন, ‘কঙ্কালচোরদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা না হলে মরেও শান্তি পাব না।’
বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, এমন অমানবিক কাজ যারা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, কঙ্কাল চোরচক্রের সদস্যরা পার পাবে না।
যে চারটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তার মধ্যে একটি ছিল ট্রটোইল গ্রামের বাসিন্দা মো. নুরু দপ্তরির ছেলে মো. আইয়ুব আলীর। আরেকটি ছিল ছয় মাস আগে মারা যাওয়া বৃদ্ধ কমলা বেগমের। অন্য দুটি কঙ্কাল কার ছিল, এখনো জানা যায়নি।