ধামরাইয়ে ঘন কুয়াশায় শ্রমিকবাহী বাস খাদে, নিহত ২
ঘন কুয়াশার কারণে ঢাকা জেলার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
আজ শনিবার সকাল ৭টার দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুর্তা (ঝাউবাদা) বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামের এরশাদ আলীর স্ত্রী আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সুরিয়া বেগম (৩০)। তাঁরা দুজনেই স্থানীয় একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে প্রতীক সিরামিক কারখানার শ্রমিকবাহী একটি বাস কারখানার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা দুই শ্রমিক নিহত হয় ও আহত হয় আরও ৩০ জন।
ঘটনাস্থল থেকে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকবাহী বাসটি জব্দ করা হয়েছে।