নওগাঁয় অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।
সতীহাট বাজার বণিক সমিতির উপদেষ্টা দেওয়ান ময়েন উদ্দিন জানান, আজ দুপুরে সতীহাট বাজারের সাফিয়া মেশিনারিজ (ওয়েল্ডিং) অ্যান্ড ভ্যারাইটি স্টোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর আশপাশের দোকান ও মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ঘাসফুল এনজিও অফিস এবং পাশের গোডাউনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিকভাবে বিষয়টি মান্দা ফায়ার সার্ভিসের সাব-স্টেশনে জানানো হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় বিপুল ক্ষতিসাধন হয়েছে।
গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বাজার বণিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, যাতে তিনি পুষিয়ে উঠতে পারেন।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক রেজাউল ইসলাম দাবি করেছেন।’