নওগাঁয় পলিটেকনিকের ল্যাবে বিস্ফোরণ, সাত শিক্ষার্থী আহত
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের রসায়ন ল্যাবে বিস্ফোরণের ঘটনায় সাত শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হল কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, রাফি আক্তার, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফজলুর রহমান জানান, বিকেলে কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে পরীক্ষা চলাকালে রসায়ন ল্যাবে বিস্ফোরণ ঘটে। এতে সাত শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নওগাঁ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, সাতজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর। যেহেতু আমাদের এখানে বার্ন ইউনিট নেই। সেজন্য তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত।