নওগাঁ-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ
রাজশাহীতে বিএনপির সমাবেশ ঘিরে ভাঙচুরের আশঙ্কায় এবং নিরাপত্তার কারণে নওগাঁ থেকে রাজশাহী রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এসব বাস বন্ধ করে দেয় নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
এদিকে হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলম বলেন, ‘আগামীকাল মঙ্গলবার রাজশাহী মহানগরীতে রাজনৈতিক সমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন যায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাই বড় ধরনের ঘটনা এড়াতে ও ক্ষতির হাত থেকে বাঁচতে আগে থেকেই নওগাঁ থেকে রাজশাহী রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তীতে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ রুটের বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক।