আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ শুক্রবার (২৪ জানুয়ারি)। বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
তদানীন্তন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ছয় দফা ও পরবর্তীতে ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে।
পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ২৪ জানুয়ারি সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে বাংলার সংগ্রামী জনতা। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান।
দিবসটি উপলক্ষে আজ বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।