নথি চুরি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মচারী বহিষ্কার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২৯ নম্বর কক্ষ থেকে ১৭টি নথি চুরির ঘটনায় চার কর্মচারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ওই চার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. নুর আলী আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, নথি চুরির ঘটনায় গত ২৮ অক্টোবর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনা অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। পরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেয় ওই কমিটি।
জিডিতে উল্লেখ করা হয়, ২৭ অক্টোবর সংশ্লিষ্ট ব্যক্তিরা অফিস করে নথিগুলো ফাইল ক্যাবিনেটে রাখেন। পরদিন দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে দেখেন ফাইলগুলো ক্যাবিনেটে নেই।