নবীগঞ্জের তরুণ সাংবাদিক সোহেল আর নেই
হবিগঞ্জের নবীগঞ্জের তরুণ সাংবাদিক বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক সময়ের বাণীর সম্পাদক মিজানুর রহমান সোহেল (২৮) আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি ওয়া রাজিউন)।
নিহত সোহেল আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। মৃত্যুকালে তিনি মা ও ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে আউশকান্দি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মিজানুর রহমান সোহেলের মৃত্যুতে পৃথক শোক বার্তায় গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আবুল মালিক, আব্দুল মতিন আছাব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আলাউর রহমান, আনোয়ার হোসেন মিঠু, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এটিএম সালাম, এম এ আহমদ আজাদ, সুবিনয় রায় বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, মো. আলমগীর মিয়া, আশাহিদ আলী আশা, মুরাদ আহমদ, শাহ সুলতান আহমদ, মিজানুর রহমান মিজান, কিবরিয়া চৌধুরী, সেলিম তালুকদার, অলিউর রহমান অলি, মহিবুর রহমান, বুলবুল আহমেদ, মহিবুর রহমান, মহিবুর চৌধুরী তছনু, আমেরিকা প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, জাকিরুল ইসলাম, আলী হাছন লিটন, মোজাহীদ আলম, আব্দুল মুহিদ, তোহিদ চৌধুরী, সৈকত আহমদ, শামিম আহমেদ, নাবিদ মিয়া, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, জহিরুল ইসলাম জোনাক, ইব্রাহিম আহমদ, সুলতান মাহমুদ, ইকবাল হোসেন তালুকদার, আকমল হোসেন টিটু, হাসান চৌধুরী, মো. আলাল মিয়া, সানিউর রহমান।
এছাড়াও নবীগঞ্জে কর্মরত সব সাংবাদিক মিজানুর রহমান সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।