নবীগঞ্জে নারায়ণগঞ্জ-ফেরত ৫ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এই প্রথম পাঁচ ব্যক্তির শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ পাওয়া গেছে। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা ওই পাঁচজন শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার বিকেলে পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. সামাদ।
করোনা আক্রান্তরা নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের। তাঁরা নারায়ণগঞ্জে বিভিন্ন পেশার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ২৬ এপ্রিল রাতে নবীগঞ্জে আসেন। পরে প্রশাসনের নির্দেশে তাদের কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগৃহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, ‘নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭৪ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৪ জনের। এর মধ্যে আজ করোনা পজিটিভ এসেছে পাঁচজনের। তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’