নলছিটিতে করোনা উপসর্গে ঢাকাফেরত যুবকের মৃত্যু
ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাঁর নমুনা সংগ্রহ করেন। তিনি জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় আক্রান্ত ছিলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, গত ৮ মে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নাসির উদ্দিন। তাঁর অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মৃত যুবকের নমুনা সংগ্রহ করেন। নির্ধারিত একটি স্বেচ্ছাসেবী টিম তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন বলেন, ‘টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বাড়িতে আসার আগে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।’