নাটোরে আর্জেন্টাইন সমর্থকদের বিজয় মিছিল পুলিশের বাধায় পণ্ড
নাটোরে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস। বিজয় মিছিল করলে পুলিশ বাধা দেয় তাদের। এ সময় অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালতও।
আজ রোববার সকালে খেলা শেষ হওয়া মাত্র নগরীর কানাইখালী ও প্রেসক্লাব চত্বরে এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এই খেলা হলেও এর রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। মাঠে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে লকডাউন উপেক্ষা করে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে নাটোর শহরের কানাইখালী ও প্রেসক্লাব চত্বরে আনন্দ মিছিল বের করেন সমর্থকেরা। পাশাপাশি আতশবাজি ফুটানো শুরু করেন তারা। এ সময় পুলিশের একাধিক দল ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।