কারা জিতেছে কোপা আমেরিকা কাপের শেষ ১০টি শিরোপা
ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা কাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে মোট ১৫ বার শিরপো জিতল আর্জেন্টিনা। তারা ছুঁয়ে ফেলেছে উরুগুয়েকে। আপাতত সবচেয়ে বেশি ১৫ বার করে কোপা জয়ে যুগ্মভাবে শীর্ষে উরুগুয়ে ও আর্জেন্টিনা। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার জিতেছে ব্রাজিল।
এক নজরে দেখে নেওয়া যাক প্রাচীনতম এই টুর্নামেন্টের সর্বশেষ ১০টি আসরের শিরোপা জয়ীদের তালিকা :
২০২১ : আর্জেন্টিনা
২০১৯ : ব্রাজিল
২০১৬ : চিলি
২০১৫ : চিলি
২০১১ : উরুগুয়ে
২০০৭ : ব্রাজিল
২০০৪ : ব্রাজিল
২০০১ : কলম্বিয়া
১৯৯৯ : ব্রাজিল
১৯৯৭ : ব্রাজিল
১৯৯৫ : উরুগুয়ে
১৯৯৩ : আর্জেন্টিনা
সর্বাধিক বিজয়:
১. উরুগুয়ে ও আর্জেন্টিনা ১৫ বার করে
২. ব্রাজিল ৯ বার
৩. চিলি, প্যারাগুয়ে, পেরু ২ বার করে