নাটোরে মেছো বাঘ পিটিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/29/natore_tiger-2.jpg)
নাটোরে মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। ছবি : ফোকাস বাংলা
নাটোরে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পরে বনবিভাগ মৃত বাঘটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মেছো বাঘটি শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার কৈগাড়ি এলাকার মিরাজ আলীর হাঁসের খামারে আক্রমণ করে। এ সময় খামার মালিকসহ এলাকার লোকজন বাঘটিকে ঘিরে ফেলে। পরে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে নাটোর বনবিভাগের কর্মচারী রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটি উদ্ধার করেন।
রফিকুল ইসলাম জানান, মেছো বাঘটির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এভাবে বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীকে অনুরোধ জানানো হয়েছে।