নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত নারী ও যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত নারী ও যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট এলাকায় এক অজ্ঞাত নারীর এবং একরামপুর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া বলেন, ‘শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীর এবং অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করি। নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, যুবকের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।’
লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।