নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার আসামি শাহ পরান রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানার খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ পরান রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থানার পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার বাসিন্দা।
নিহত তানিয়া বড়গুনা আমতলী এলাকার সেলিম খানের মেয়ে।
আজ শুক্রবার দুপুরে আদমজী র্যাব-১১-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি বলেন, ‘গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী নতুন আইল এলাকায় শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়ার গলাকাটা লাশ উদ্ধার হয়। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শাহ পরান রুবেল ও অজ্ঞাত দুই থেকে তিনজন আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাবের একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। গতকাল রাতে আসামি শাহ পরান রুবেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন ভিকটিমকে বাসায় একা পেয়ে বাসায় ঢুকে তানিয়াকে ধর্ষণের চেষ্টা করেন রুবেল। ভিকটিম তাতে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে বাসায় থাকা একটি ছুরি দিয়ে ভিকটিমের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং হত্যা নিশ্চিত করে পালিয়ে যান।