নারায়ণগঞ্জ ও গাজীপুরে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, বাড়ছে অন্য জেলায়ও
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জন হয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দুই হাজার ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। নতুন করে সুস্থ হয়েছে আটজন। মোট সুস্থ হয়েছে ৬৬ জন।
এদিকে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। এ পর্যন্ত রাজধানীতে ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। এর পরেই সর্বাধিক আক্রান্ত হয়েছে পাশের জেলা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এই পর্যন্ত ৩০৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া গাজীপুরে ১৫৯ জন সংক্রমিত হয়েছে।
আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকার পাশের জেলা নরসিংদীতে ৯৩ জন, মুন্সীগঞ্জে ২১ জন ও মানিকগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ঢাকা বিভাগের জেলা কিশোরগঞ্জে ৫৪ জন, মাদারীপুরে ২৫ জন, গোপালগঞ্জে ২১ জন, টাঙ্গাইলে নয়জন, রাজবাড়ীতে সাতজন, শরীয়তপুরে সাতজন ও ফরিদপুরে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩৮ জন, লক্ষ্মীপুর জেলায় ১৮ জন, কুমিল্লা জেলায় ১৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ জন, চাঁদপুর জেলায় আটজন, নোয়াখালী জেলায় তিনজন এবং কক্সবাজার ও বান্দরবান জেলায় একজন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগের সিলেট জেলায় তিনজন, মৌলভীবাজারে দুইজন,হবিগঞ্জ জেলায় একজন এবং সুনামগঞ্জে একজন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগের রংপুর জেলায় চারজন, গাইবান্ধা জেলায় ১২ জন, নীলফামারী জেলায় নয়জন,দিনাজপুরে নয়জন, ঠাকুরগাঁওয়ে পাঁচজন, কুড়িগ্রামে দুইজন, লালমনিরহাট জেলায় দুইজন ও পঞ্চগড়ে একজন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগের খুলনায় একজন, নড়াইলে দুইজন, বাগেরহাটে একজন ও চুয়াডাঙ্গা জেলায় একজন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১৯ জন, জামালপুর জেলায় ১৭ জন, নেত্রকোনায় ১২ জন ও শেরপুর জেলায় ১১ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১৮ জন, বরগুনা জেলায় নয়জন,পিরোজপুরে চারজন, ঝালকাঠিতে তিনজন ও পটুয়াখালীতে দুইজন রোগী আক্রান্ত হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় চারজন,জয়পুরহাটে দুইজন, পাবনায় একজন ও বগুড়ায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।