নারীদের আত্মকর্মসংস্থানে কাজ করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার নারীদের জন্য আত্মকর্মসংস্থানের জন্য পুরুষের পাশাপাশি ব্যাপক ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেছেন। নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারে এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর মহিলা সংস্থার উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ করার সময় এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে, স্কুলের পরিবেশ সুন্দর হচ্ছে। ১৫ বছর আগে দেশের যে চিত্র ছিল এখন আর তা নেই। অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের মানুষ কেউ পুষ্টিহীন নেই। সবই হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে আমাদের এই দেশকে বিশ্বের একটি উন্নয়ন সমৃদ্ধি দেশ হিসেবে দেখতে চান।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা।
পরে ৫০ জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।