নিখোঁজের ১১ দিন পর ডোবায় মিলল গৃহবধূর লাশ
নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুরে নিখোঁজের ১১ দিন পর আজ বুধবার সকালে একটি ডোবা থেকে পরানী আক্তার (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরানী পাঁচ সন্তানের মা।
আজ বুধবার সকালে এলাকাবাসী পরানীদের বাড়ির পাশে একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গত ১১ জুলাই রাতে পরানী আক্তার নিখোঁজ হন বলে জানায় তাঁর পরিবার। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত গৃহবধূর মেয়ে শিল্পী আক্তার জানান, নিখোঁজের পর থেকে তাঁর মাকে বহু জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের স্বামী আক্কাছ মিয়া অনেক আগে অন্যত্র বিয়ে করে পরিবার থেকে আলাদা থাকেন।
কী কারণে গৃহবধূকে হত্যা করা হয়েছে, তার সঠিক কারণ পরিবার বা পুলিশ জানাতে না পারলেও এলাকাবাসীর ধারণা, পারিবারিক কোন্দলে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (এএসপি-বেগমগঞ্জ সার্কেল) মো. শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।