নিত্যপণ্যের দোকান ৪টা পর্যন্ত খোলা : ডিএমপি
ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখতে দেওয়া হবে।
আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে এই তথ্য জানান।
মাসুদুর রহমান বলেন, ‘পাড়া-মহল্লার নিত্যপ্রয়োজনীয় দোকানপাট দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন।'
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘তবে স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।’