নির্ধারিত সময়ে চট্টগ্রাম সিটির নির্বাচন সম্ভব নয় : ইসি
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রদুর্ভাব অব্যাহত থাকায় ও পাহাড় ধসের আশংকা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়।
আজ মঙ্গলবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়।
ইসির পরিপত্রে বলা হয়, ‘করোনার প্রদুর্ভাব অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং অতিবৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কা বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদকালের মধ্যে অর্থাৎ ৫ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’
গত ২৯ মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনও হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এসব নির্বাচন স্থগিত করে ইসি। তবে আজ মঙ্গলবার করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।