নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকার নির্মাণাধীন একটি মসজিদের ছাদ থেকে পড়ে বিল্লু (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
পরিদর্শক বলেন, ‘পুরান ঢাকার ইসলামবাগের একটি নির্মাণাধীন মসজিদে কাজ করছিলেন ওই শ্রমিক। কাজ করতে করতে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক দুপুর ১২টায় তাঁকে মৃত ঘোষণা করেন।’
বিল্লু কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন বলে জানা গেছে। তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।