নেত্রকোনায় যুবকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/07/netrakona-pic.jpg)
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুর থেকে রাজিব নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পুকুর থেকে শরীরে সিমেন্টের বস্তা ও হাত বাঁধা অবস্থায় রেজাউল করিম রাজিব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজীব মোহনগঞ্জ পৌর এলাকার দেওথান গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
উপজেলার সোয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের শেখ ইসলামের মাছের পুকুর থেকে আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাজিব গত বুধবার রাত ১১টার দিকে মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে লোকজন পুকুরে তাঁর লাশ দেখতে পায়। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।