নেত্রকোনায় ১৩০০ পিস ইয়াবাসহ হিজড়া আটক
নেত্রকোনায় এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ পিংকি নামের এক হিজড়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুসারে পিংকি হিজড়ার বাড়ি যশোর জেলা সদরের চাঁচড়া এলাকার রেলগেট পশ্চিমপাড়ায়।
নেত্রকোনার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিনের নেতৃত্বে এসআই সোহাগ ও মামুনসহ দুজন নারী কনস্টেবল অভিযান চালায়। তারা নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি থেকে পিংকি নামের ওই হিজড়াকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে এক হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি আরও জানান, আটক পিংকিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কীভাবে কোথা থেকে মাদক পেল এবং কার কাছে এগুলো দেবে, এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।