নোয়াখালীতে গ্যাং-প্রধান ইমনসহ দুই কিশোর গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোর গ্যাং রয়েল গ্রুপের প্রধান ইমন হোসেন ইছা আলমকে (২০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে সাজাপ্রাপ্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে নাজিরপুর গ্রামের মুজাহিদপুর গ্রামের একটি প্রজেক্ট থেকে আত্মগোপনে থাকা ইমনকে এবং পৃথক স্থান থেকে অপর দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি বেগমগঞ্জ উপজেলায় জিরতলী ও মুজাহিদুর এলাকায়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো একটি মামলা দিয়ে ইমনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি সম্প্রতি বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে সামাজিক যোগযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ। এছাড়া গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত অপর দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।