নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত রাকিবের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নে গতকাল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত রাকিব হোসেনের (২৫) ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। তিনি আমানউল্লাহপুর ইউনিয়নের শিপন পাটোয়ারীবাড়ির শফি উল্লাহর ছেলে।
সংঘর্ষের পর আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিলে দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মোট ১০ জন আহত হন। গতকাল রাতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ানপোল এলাকায় একটি বাজারে হঠাৎ ১০ থেকে ১২ দুষ্কৃতিকারী এসে লাঠিসোটা নিয়ে বিভিন্ন লোকজনের ওপর হামলা করে। এ সময় হামলার শিকার লোকজন জড়ো হয়ে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
তাদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনাকে কেন্দ্র করে এখনো উত্তেজন বিরাজ করছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তুচ্ছ ঘটনায় ও পূর্ব শত্রুতার জের ধরে বিক্ষুব্ধ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং কোনো মামলাও হয়নি। তিনি জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ এলাকায় প্রায়ই মারামারি হয়।
আমান উল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফ হোসেন অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে আমান উল্লাহপুরের এ কে জি হাইস্কুলের সামনে যুবলীগের বঙ্গমুন্সী নামের একজনকে কুপিয়ে মারাত্মক আহত করে শিবিরের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে শিবিরের সঙ্গে একাধিকবার যুবলীগের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে আগের ঘটনার জের ধরে গতকাল রাতে এ হামলা বা সংঘর্ষ হয়ে থাকতে পারে।’