নোয়াখালীতে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণ, ২ জেলে দগ্ধ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। বঙ্গোপসাগরের কাছে ধমারচরের দক্ষিণ অংশে মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)। তাঁদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, ‘কয়েকজন জেলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে একটি মাছ ধরার নৌকা নিয়ে হাতিয়ার বন্দরটিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে নৌকাটি ধমারচর এলাকার মেঘনা নদীর অংশে পৌঁছালে রান্নার জন্য নৌকায় থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে নৌকায় থাকা দুই জেলে দগ্ধ হন। ওই সময় পাশে থাকা মাছ ধরার আরেকটি নৌকার জেলেরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেন।’
এরই মধ্যে দগ্ধ দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, ওই বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে নৌকাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী জেলে রাকিব জানান, তরকারি রান্না করার সময় গ্যাসের চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর নৌকায় থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো নৌকা দ্রুত ভস্মীভূত হয়ে যায়।