নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে রতন মিয়া নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রতনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ দাবি করেন, গতকাল বিকেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী রতন মিয়াকে সোনাইমুড়ীর সোনাপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর আরো মাদক ও অস্ত্র উদ্ধারে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া ভূঁইয়াবাড়ী এলাকায় যায় পুলিশ। এ সময় ওত পেতে থাকা রতনের সহকর্মীরা তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে গুরুতর আহত হন রতন। পরে তাঁকে দ্রুত নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদক, গুলি ও অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেন ওসি আবদুস সামাদ।