নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা মা ও শিশু মেয়ে নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্কুলশিক্ষিকা মা ও শিশু মেয়ে নিহত হয়েছেন। এ সময় ওই শিক্ষিকার আরেক মেয়েসহ তিনজন আহত হয়। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের সালামের দোকানের সামনে ঢাকা-বেগমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি রানী মজুমদার (৪০) ও তাঁর শিশু মেয়ে রিশিকা দে নিধি (২)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলেন পলি রানী মজুমদারসহ আরো চারজন। পথে অপর দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পলি রানী ও তাঁর শিশু মেয়ে নিহত হয়। আহত হয় শিক্ষিকার অপর মেয়ে সেঁজুতি দে (১১), যাত্রী ফাহিম (১৫) ও অটোরিকশার চালক মানিক (২৭)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশু সেঁজুতিকে ঢাকায় পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, পিকআপ ভ্যান ও দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে পিকআপচালক পলাতক।