নোয়াখালীর দুই উপজেলা আবারও লকডাউন
প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২৩ জুন পর্যন্ত টানা ১৪ দিন লকডাউন চলবে বলে জানিয়েছে প্রশাসন। নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) তম্ময় দাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
লকডাউন চলাকালে এ দুই উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বন্ধ থাকবে অভ্যন্তরীণ সব ধরনের যানবাহন। তবে খাদ্য, ডাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী যানবাহন এবং চিকিৎসক, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বহনকারী যানবাহন চলবে। এ ছাড়া মুদি দোকান সপ্তাহে দুদিন রোববার ও বৃহস্পতিবার এবং কাঁচাবাজার সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে, এখন পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের।