নোয়াখালী জেলা বিএনপির সংবাদ সম্মেলন
সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে সরকার ও প্রশাসন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানি করছে। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে জেলার মাইজদীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বলেন, ‘সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপ হলো বিএনপিকে ঘায়েল ও নির্মূল করা।’
এ সময় সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বিএনপির এ নেতা।