রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে ৯ বিএনপিনেতার পদ স্থগিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপিসহ অঙ্গ সংগঠনের ৯ নেতার পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে অভিযোগের বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া ব্যক্তিরা হলেন–বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূর উদ্দিন, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্য করে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম নষ্ট করায় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদের পদপদবি ও দলীয় কর্যক্রম স্থগিত করা হল।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, ‘প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাদের পদপদবি স্থগিত করা হয়েছে। এ ছাড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আবু নাছিরকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’