নৌকার জয় মানে আমাদের জয় : নায়ক ফেরদৌস
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনেও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন চলচ্চিত্র ও নাট্যজগতের অভিনেতা-অভিনেত্রীরা। আজ সোমবার প্রচার অভিযানে যুক্ত হন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা শিমুল। গতকালের মতোও আজও নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালান চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিজরী বরকতউল্লাহ ও সুইটি।
দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরী এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে চিত্রনায়ক ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ রেজাউল করিম চৌধুরীর পক্ষে বিপুল মানুষের উচ্ছ্বাস দেখ মনে হচ্ছে যে, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো। নৌকার জয় মানেই আমাদের জয়।’
এ সময় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ চট্টগ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘চট্টগ্রাম যেভাবে এগিয়ে যাচ্ছে, সুন্দর একটি শহরের দিকে। আমরা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই, উচ্চপর্যায়ে। চট্টগ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নৌকায় ভোট দিবেন। রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করবেন।’ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।
এরপর চট্টগ্রামের একটি মাছবাজারে প্রচারণায় যান চিত্রনায়ক রিয়াজ, সায়মন ও অভিনেতা শিমুলসহ অন্য অভিনেতারা। বাজারে নায়ক রিয়াজ লিফলেট বিলি করতে করতে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান। এ ছাড়া তিনি এক মাছ ব্যবসায়ীকে মজা করে বলেন, ‘ভাই ভোটার হইছো? নাকি বরিশাল থেকে আসছো?’
আজ মধ্যরাতের পর থেকেই শেষ হয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ সময়ে এসে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।
শেষ দিনে নগরীর বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকের এম রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘নির্বাচিত হতে পারলে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত, ময়লা-আবর্জনামুক্ত শহর গড়ব।’
রেজাউল করিম চৌধুরী বিপদে আপদে সব সময় চট্টগ্রামবাসীর পাশে ছিলেন দাবি করে আগামী ২৭ জানুয়ারি সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া নির্বাচনের পরিবেশের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে, চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার, বাগমনিরামসহ বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ চালিয়েছেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। শেষ দিনের প্রচারণায় এসে তিনি অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
চসিক নির্বাচনে ৭৩৫টি ভোটকেন্দ্রে রয়েছে চার হাজার ৮৮৬টি ভোটকক্ষ। এসব কক্ষে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আজ বিভিন্ন কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। যাদের এ ধরনের মেশিনে ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তারা ইচ্ছে করলে সহজভাবে পদ্ধতিটি জেনে নিতে পারবেন বলে জানিয়েছেন কর্তব্যরতরা।
এদিকে, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান মক ভোটিং সম্পর্কে বলেন, ‘বিকেল ৪টায় মক ভোটিং শেষ হয়েছে। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তাই সব কেন্দ্রে ইভিএম অনুশীলন হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন কাজ করছে।’