নড়াইলে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ
নড়াইলে সরকারের ভর্তুকি মূল্যে সমন্বিত শস্য মাড়াইযন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার) বিতরণ করা হয়েছে। সরকারের সমন্বিত খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মোট মূল্যের অর্ধেক দামে এ মাড়াইযন্ত্র বিতরণ করা হয়।
গতকাল সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় কৃষক প্রবীর বিশ্বাসকে এ মাড়াইল যন্ত্র দেওয়া হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাসসহ চাষি প্রবীরের হাতে এর চাবি তুলে দেন।
চীনে তৈরি ৯৮ দশমিক ৬ অশ্বশক্তি সম্পন্ন ৩৫ লাখ টাকা দামের এ মাড়াই যন্ত্রের আমদানিকারক এসিআই মটরস। এর অর্ধেক ১২ কিস্তিতে দুই বছরে কৃষক পরিশোধের সুযোগ পাবে। এ যন্ত্রের মাধ্যমে ২১ জন শ্রমিকের ৮ ঘণ্টার কাজ মাত্র দুইজন শ্রমিক ৪০ মিনিটে করতে পারবে। এ যন্ত্রের মাধ্যমে ধান ও গম মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যাবে। এটি ১২ থেকে ১৫ ইঞ্চি কাদা পানিতে অনায়াসে ধান কাটতে সক্ষম।