পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর মাশরাফি ইসলাম অপু (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনভর মাইকিং করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলার বোদা উপজেলার সমসেরনগর বেলতলী এলাকায় পাথরাজ নদীর পাড় থেকে তার লাশ পাওয়া যায়। তার বাড়ি বোদা উপজেলা সদরের থানাপাড়া এলাকায়। সে ওই এলাকার মনিরুল ইসলাম মনিনের ছেলে এবং বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে অপুর খোঁজ পাচ্ছিল না পরিবারের লোকজন। একপর্যায়ে তারা মাইকিং করে। কিন্তু তারপরও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যায় পাথরাজ নদীর সমশেরনগর বেলতলী এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে।
পুলিশ জানায়, পরিবারের লোকজন লাশ উদ্ধারের পর বাসায় নিয়ে আসে। পুলিশ বাসায় গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।
মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তবে ওই শিশুর বাবা ঢাকা থেকে আসছেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কী করা হবে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, ওই শিশুর লাশের সুরতহালে মুখ ও নাক দিয়ে রক্ত বের হওয়া ছাড়া শরীরে আর কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শিশুটির বাবা ঢাকা থেকে আসছেন। তিনি এলেই তাঁর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।