পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
বাড়িফেরা হলো না দুই শিক্ষার্থীর। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে দুর্ঘটনায় দুজনেই নিহত হয়। গতকাল সোমবার রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার পারিবারিক কবরস্থানে দুই শিক্ষার্থীর লাশ দাফন করা হয়েছে। তাদের মৃত্যুতে দুই পরিবারে এখন চলছে শোকের মাতম।
নিহতরা হলো উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চানাড়া গ্রামের নয়ন ইসলামের ছেলে মুন্না ইসলাম (১৬) এবং একই এলাকার লাভলু ইসলামের ছেলে রায়হান (১৭)। এরা দুজনেই পাঁচপীর বৈরাতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুন্না ও রায়হান বোদা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বটতলী এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্র ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নবকুমার বর্মণ তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মাহিন্দ্রটি আটক করা হয়েছে। পরিবারের সদস্যদের অসম্মতির কারণে লাশের ময়নাতদন্ত করা হয়নি। রাতেই পরিবারের সদস্যদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।