পরিচালক কাজলের বিরুদ্ধে মামলা করলেন চিত্রনায়ক রিয়াজ
পরিচালক হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। মামলায় ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন রিয়াজ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।’
স্টেনোগ্রাফার আরও বলেন, ‘পরিচালক জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ১৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।’
নথি থেকে জানা গেছে, হারুন অর শরীদ ওরফে জ্যাম্বস্ কাজল ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্থা ও হীন উদ্দেশ্যে মিথ্যে মানহানিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট দেন।