হিন্দি সিনেমা আমদানির পক্ষে শিল্পী সমিতি, কারণ জানালেন রিয়াজ
সিনেমার হল বাঁচানোর কারণ দেখিয়ে বাংলাদেশে শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য হিন্দি সিনেমা আমদানির পক্ষে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সম্প্রতি এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষে জানিয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।
রিয়াজ জানিয়েছেন, ‘নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হিন্দি ছবি চালানোর পক্ষে আমরা। এটা করতে পারলে হল সচল হবে। ফলে অনেক প্রযোজক নতুন নতুন সিনেমা বানাতে ফিরে আসবেন। আমাদের ১২শ হল কমতে কমতে এখন ৫০-৬০টিতে এসে ঠেকেছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো একটা হলও থাকবে না। আমাদের সব সমিতির কথা হচ্ছে, এখন আপাতত হল বাঁচতে হবে। মানুষকে হলে আনার অভ্যাস করাতে হবে।’
রিয়াজ আরও বলেন, ‘আমরা যদি শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দেশের বাইরের সিনেমা আনতে সহযোগিতা করি। তাতে যদি সিনেমা হলে মানুষ আসে, হলের সংখ্যা বাড়তে থাকে, তাহলে আমাদের জন্যই ভালো হবে। আগামীতে হয়তো আমাদের সিনেমা ইন্ড্রাস্ট্রি দাঁড়িয়ে যাবে। যারা সিনেমা বানাবেন তারাও এর সুফল পাবেন। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষজন জানে কারা এসব বিদেশি সিনেমার বিরোধিতা করছেন। এখন তাদের অবস্থান কী। আমি আলাদা করে শাহরুখের সিনেমার কথা বলতে চাচ্ছি না। সব ধরনের বিদেশি সিনেমা আসুক। তাতে যদি সিনেমা হল বাঁচে, সিনেমা হলের সংখ্যা বাড়ে সেটাই হবে আমাদের বড় পাওয়া।’
চলচ্চিত্রের আরও ১৯ সংগঠন সঙ্গে আলোচনা করে দ্রুত বাকি সিদ্ধান্ত নেওয়া হবে হবে বলে জানা গেছে।
সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে বলিউড কিং খান শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির চেষ্টা চলছে।